কুড়িগ্রামে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুলাই) বিকেলে পৌরসভার পুরাতন স্টেশন এলাকায় মরহুম আজিজুল হক এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সিনিয়র নেতা এস,কে বাবু আহমেদের সভাপতিত্বে এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
এছাড়াও জেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক শামছুজ্জোহা সাজু চৌধুরী, সদর উপজেলা জাতীয় পার্টির নেতা নুরে আলম সিদ্দিকী লাভলু, সিনিয়র নেতা আবুল হোসেন মাস্টার, আইয়ুব আলী, আমিনুল, শামীমসহ ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :