কুমিল্লায় বঙ্গভাই সজল স্মরণে দোয়া ও আলোচনা সভা


প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২১, ৮:৪৮ পূর্বাহ্ন / ২৩৫
কুমিল্লায় বঙ্গভাই সজল স্মরণে দোয়া ও আলোচনা সভা
ঊষার আলো সেবা পরিষদের সহ-সভাপতি নাজমুল হকের (বঙ্গভাই সজল) স্মরণে দোয়া ও আলোচনা সভা সম্প্রতি কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে বিকেলে অনুষ্ঠিত হয়।
নিরাপদ চালক চাই’র প্রধান সমন্বয়ক আজাদ সরকার লিটনের সভাপতিত্বে ও ঊষার আলো সেবা পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ মহসিন আহমেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ঊষার আলো সংগঠন এর সভাপতি আরিয়ান খান নেহাল। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর রুহুল আমীন ভুইঁয়া।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা রিপোর্টস ইউনিটি সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, প্রয়াত বঙ্গভাই সজলের পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য নাজিম উদ্দিন, কুমিল্লা কালচারাল কর্মকর্তা কায়াজ মাবুদ, নজরুল ইন্সটিটিউট পরিচালক আল-আমিন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ নেতা বাহার উদ্দিন। বক্তব্য রাখেন ঊষার আলো সেবা পরিষদের সাধারণ সম্পাদক ও মোঃ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে কুরআন তেলওয়াত করেন হফেজ আমির হামজা সাকিব, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ভাদুয়াপাড়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান হোসেনপুরী।
উপস্থিত ছিলেন ঊষার আলো সেবা পরিষদের সহ-সভাপতি নীলাঞ্জন, বিলকিস হাসান এরিকা, আইন বিষয়ক সম্পাদক রোবায়াৎ আফরোজা তৃষা, দপ্তর সম্পাদক ফাহাদ, প্রচার সম্পাদক রিফাত, মুন্না,যোদ্ধা সুমাইয়া, মুন্নী, কাকলী, ফয়সাল, আবিরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।