বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে এখনো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিপর্যয়ের মুখে।
সার্বিক বিবেচনায় সরকারি এক আদেশে বলা হয়েছে, আগামী ৪ ফ্রেব্রুয়ারির পূর্বে বিদ্যালয় খোলার সকল প্রস্তুতি সম্পন্ন করতে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে ছাত্র-শিক্ষক সকলে অংশগ্রহণ করতে হবে শ্রেণিকক্ষে।
এরই ধারাবাহিকতায় মুরাদনগর ডি.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, ভূবনঘর নহল আব্দুল বাতেন সরকার উচ্চ বিদ্যালয় সহ সকল শিক্ষা-প্রতিষ্ঠানে চলছে পাঠদানের জন্য শ্রেণিকক্ষ প্রস্তুত, সকলের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জোর প্রস্তুতি।
তবে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই নেই পাঠদানের জন্য স্বাস্থ্যবিধি পালন সহ বিভিন্ন উপাদান। ফলে ঝুঁকির মুখে শিক্ষার্থীদের স্বাস্থ্য ব্যবস্থা- এমনটি আশংকা সচেতন মহলের।
প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের প্রিতি দাবীও জানান তারা।
আপনার মতামত লিখুন :