কুষ্টিয়ার এসপিকে আদালতে তলব


নিজস্ব প্রতিবেদক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২১, ১০:২৮ পূর্বাহ্ন / ২০৭
কুষ্টিয়ার এসপিকে আদালতে তলব

হাইকোর্টে তলব করা হয়েছে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) তানভীর আরাফাতকে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বুধবার (২০ জানুয়ারী) এ আদেশ দেন।

জানা গেছে, কুষ্টিয়া জেলার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে এসপি তানভীর আরাফাত অসদাচরণ করেছেন। আর সে অভিযোগের বিষয়ে তাকে তলব করা হয়েছে।

আগামী ২৫ জানুয়ারি তানভীর আরাফাতকে স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে কারণ দর্শাতে আদেশ দিয়েছেন আদালত।