কুড়িগ্রামে ফেডারেশন অফ এনজিও ইন বাংলাদেশ’র সহযোগিতায় সদর উপজেলায় ২৭৫ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জস্থ বেসরকারি এএফএডি এনজিওতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এএফএডি’র প্রধান নির্বাহী সাঈদা ইয়াসমিন রুপা, ব্যুরো বাংলাদেশ’র উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান প্রমুখ।
ব্র্যাক, এসকেএস, আরডিআরএস, ব্যুরো বাংলাদেশ ও টিএমএসএস’র অর্থায়নে শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :