কুড়িগ্রামে শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সকালে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসক ও সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক যোবায়ের হোসেন মুকুল, সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড.আনোয়ার হোসেন মন্ডল, কুড়িগ্রাম গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান একেএম মেহেদী হাসান ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ জেলা শাখার সভাপতি এম রশিদ আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে ৬টি ক্যাটাগরিতে ৫০জনকে পুরস্কার প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :