কুড়িগ্রামের পৌর এলাকায় নেশার টাকা না পেয়ে বাবা-মা ও ভাইকে পিটিয়ে গুরুতর জখম করেছে শরীফ হোসেন (২৭) নামের মাদকাসক্ত এক যুবক।
শরীফ হোসেন পৌর এলাকার ভেলাকোপা ব্যাপারী পাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
সোমবার (২৮ জুন) দুপুরে ঘটনাটি ঘটেছে পৌর এলাকার ভেলাকোপা গ্রামে।
পরে বাবার অভিযোগে শরীফ হোসেনকে গ্রেফতার করে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার এ বিষয়ে নিশ্চিত করে বলেন, বাবার অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মাদকাসক্ত শরীফ হোসেন সোমবার দুপুরে তার মায়ের কাছে নেশার জন্য টাকা চান। তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে শরীফ তার মা ও ভাইকে মারধর করে গুরুতর রক্তাক্ত ও জখম করে।
পরে তার বাবা মোফাজ্জল হোসেন এগিয়ে আসলে তাকেও এলোপাথাড়ি মারধর করে।
পরে তাদেরকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :