কেজিডিসিএল’র লুটপাট তদন্তে দুদক


নিজস্ব প্রতিবেদক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৪, ১:৫০ পূর্বাহ্ন /
কেজিডিসিএল’র লুটপাট তদন্তে দুদক

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের খরচ দেখানো হয় ১৫ লাখ টাকা। তাও আবার কোন ধরণের বিল ভাউচার ছাড়াই।

শুধু বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠানের ব্যয়ের ক্ষেত্রেই এমন হেরফেরের ঘটনা নয়, প্রতিষ্ঠানটির শ্রমিক কল্যাণ তহবিলের অর্থও নয়ছয়ের অভিযোগ ওঠেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে। এসব অভিযোগের ঘটনায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করে প্রায় ১১ কোটি টাকা নিয়ম বর্হিভূতভাবে অর্থ উত্তোলনের প্রাথমিক প্রমাণ পায় দুদক।

জানা যায়, প্রতিষ্ঠানটির ২০২১-২২ অর্থবছরে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ তহবিলের এফডিআরের মুনাফাসহ পৌনে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ পায় দুদক। দুদকের কর্মকর্তারা অভিযানে গিয়ে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (হিসাব) উপ-মহাব্যবস্থাপক (বাজেট) এবং উপ-ব্যবস্থাপককে (বাজেট, ফান্ড, ওয়েলফেয়ার) জিজ্ঞাসাবাদ করেন।

দুদকের সহকারী পরিচালক এনামুল হক বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে কমিশনের নির্দেশে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে কোনো ভাউচার ছাড়াই কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। সর্বশেষ ১৭ মার্চ তারা ১৫ লাখ টাকার খরচ দেখিয়েছে। যার কোনো ভাউচার নেই। কমিশনের নির্দেশে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।