কেরানীহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন


সংবাদদাতা, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২১, ৬:৩০ পূর্বাহ্ন / ৬০০
কেরানীহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহি বৃহৎ বাণিজ্যিক জনপদ সাতকানিয়ার কেরানীহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (৩ এপ্রিল) বিপুল উৎসাহ উদ্দীপনায় সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন যথাক্রমে শহর মুল্লুক রাশেদ ও নাজির হোসেন সিকদার।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোঃ কাইছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাশেদুল ইসলাম।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ভোটার ৩০৮ জন। ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করেছেন ২১ জন প্রার্থী। ধর্মীয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিজানুর রহমান এবং ৪টি পরিচালক পদে অতিরিক্ত প্রার্থী না থাকায় আবদুল্লাহ আল মামুন, শহিদুল ইসলাম, মোঃ নবী ও মোহাম্মদ মাঈনুদ্দীনকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।