দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ বাণিজ্যিক এলাকা সাতকানিয়ার কেরানীহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ২০২১-২০২৪ কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্ধিতায় মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিশিষ্ট ব্যবসায়ী কোয়ালিটি স্টোরের প্রোপ্রাইটর মোহাম্মদ জাবেদ।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে সাতকানিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এসময় মার্কেটের ব্যবসায়ী, গণ্যমান্যবর্গ ও কর্মী-সমর্থকরা তার সাথে ছিলেন।
সহ-সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জাবেদ বলেন, আমি বিগত বছরগুলোতে আপনাদের সাথে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি অত্র মার্কেটের সকল ব্যবসায়ী ভাইদের দোয়া ও ভোট প্রত্যাশা করি। আমাকে বিজয়ী করলে ব্যবসায়ী ভাইদের স্বার্থ রক্ষায় আন্তরিক থাকবো।
আপনার মতামত লিখুন :