কোটচাঁদপুরে বিকলাঙ্গ শিশুর চিকিৎসায় সাহায্য কামনা


মোঃ আতিকুর রহমান রাদ্, ঝিনাইদহ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ন / ১৪১
কোটচাঁদপুরে বিকলাঙ্গ শিশুর চিকিৎসায় সাহায্য কামনা
ঝিনাইদহে জেলার কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামের স্কুল পাড়ায় টিউমার আকৃতির বিকলাঙ্গ শিশুর চিকিৎসা নিয়ে বিপাকে অসহায় পরিবার।
বিকলাঙ্গ শিশু রশনির বাবা আব্দুর রশিদ ও মা শিউলি আক্তার জানান, আমার মেয়ের বয়স দেড় মাস। বাচ্চা জন্মের পর থেকে কোটচাঁদপুরসহ এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে কোন ফল হয়নি। শিশুটির সমস্যা হাতে ও পেটের ডান পাশে বড় টিউমারের মত অস্বাভাবিক অবস্থা। সে কান্না করলে থামতে চায়না। এলাকার মানুষ গ্রাম থেকে সাহায্যে তুলে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
বর্তমানে পিতার অক্ষমতার কারনে সংসার ও ঔষধ কেনা দায় হয়ে পড়েছে। জটিল সমস্যার কারনে এলাকায় চিকিৎসা করে কোন ফল পায়নি এ জন্য ভালো চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে যাবেন।
বিকলাঙ্গ শিশুর চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন অসহায় পরিবারটি। সাহায্য পাঠাতে পারেন। আলমগীর- বিকাশ নাম্বার ০১৩১৫৪৪৬৭১৩।