খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ২৯, ৩০ ও ৩১ ওয়ার্ডের সংরক্ষিত ১০ নং আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রেকসোনা কালাম লিলি।
তিনি খুলনা সদর থানা আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩১নং ওয়ার্ড আ’লীগের প্রয়াত সভাপতি এফএম কালামের স্ত্রী।
বুধবার (২৭ জানুয়ারি) দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ১৩ ফেব্রুয়ারি খুলনা সিটি করপোরেশনের ২৯, ৩০ ও ৩১নং ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী জানান, ২৮ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন, ২৯ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১৩ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
প্রসঙ্গত্ব, গত বছরের ৫ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফা (৫৯) ইন্তেকাল করেন। তিনি খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পরে কেসিসি’র সংরক্ষিত ১০নং আসনটি শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
আপনার মতামত লিখুন :