খুলনা সাবেক ক্রিকেটারদের সংগঠন এক্স ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে মোঃ মাকসুদুর রহমান নাসিমের সভাপতিত্বে এবং মোঃ নাসিমের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও সংগঠনের যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া পরিচালনা করেন এস এম অহিদুল ইসলাম সেলিম।
পরে উপস্থিত সকল সাবেক ক্রিকেটারদের সম্মতিক্রমে এক্স ক্রিকেট এসোসিয়েশনের আগামী তিন বছরের জন্য এক্স ক্রিকেট এসোসিয়েশনের আহবায়ক মোঃ জুলফিকার আলী খান জুলু ও মোঃ নাসিমকে সদস্য সচিব নির্বাচন করে ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের সদস্যদের মধ্যে থেকে যোগ্যতার ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- এসএম তবিদুল ইসলাম সোহান, এস, এম অহিদুল ইসলাম সেলিম, শংকর কর্মকার, সুমার নন্দী, এস এম সাজ্জাদ হোসেন বাপ্পি, এজাজ আহমেদ, মোঃ ইয়াসিন খান, মোঃ আলমগীর হোসেন, হুমায়ুন কবির রয়েল, শাহাবুদ্দিন আহমেদ বুলবুল, মোঃ আনসারুল হক, মোহাম্মদ সিরাজুল ইসলাম মিলন, এম এ সালাম, মোমতাজ হোসেন তুহিন, ইমরান খান বাচ্চু, মনোজ কুমার রায়, বিশ্বরূপ সরকার বিশু, সাংবাদিক আনিছুর রহমান কবির, মোঃ ফিরোজ আরিফিন, মাহাবুবুল ইসলাম সিজার, মোঃ ওয়াহিদুজ্জামান মিঠু, মোঃ জিয়াউল আলম, মোঃ আলমগীর হোসেন মোঃ মোস্তাক আহমেদ, মোঃ আসাদুজ্জামান, শামীম হোসেন তুহিন, তপন কুমার নন্দী, মোঃ মুজাহিদুল ইসলাম শামীমসহ প্রায় অর্ধ শতাধিক সদস্য।
আপনার মতামত লিখুন :