খুলনায় করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন


সংবাদদাতা, খুলনা প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২১, ৭:৩৩ পূর্বাহ্ন / ৩৪৯
খুলনায় করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন

খুলনায় করোনা ভাইরাসরোধে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১০টার দিকে সারাদেশের ন্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক নিজে টিকা নিয়ে কার্যক্রমের উদ্বোধন করেছেন।

খুলনা মহানগরে ১৩টি এবং জেলার প্রত্যেক উপজেলায় তিনটি করে মোট ৪০টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে খুলনা সিটি কর্পোরেশন মেয়র ও নগর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রথম ভ্যাকসিন গ্রহন করেন।

উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাঃ এটি এম মন্জুর মোর্শেদ, খুমেক অধ্যক্ষ ডাঃ আব্দুল আহাদ, উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, শহীদ শেখ আবু নাসের বিশেয়ায়িত হাসপাতাল পরিচালক ডাঃ মুন্সী রেজা সেকেন্দার ও খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

এর আগে শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত টিকা নেয়ার জন্য সারাদেশে তিন লাখ ২৮ হাজার ১৩ জন নাম নিবন্ধন করেন।

উল্লেখ্য, সকাল ১০টা ঢাকা মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।