খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২১, ১০:১৭ পূর্বাহ্ন / ১২০
খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

খুলনা নগরীর শেরে বাংলা সড়ক চার লেন উন্নতকরণ প্রকল্পের কাজের অংশ হিসেবে নগরীর ময়লাপোতা মোড় থেকে নগরীর নিরালা পর্যন্ত ছোটবড় মিলিয়ে পঞ্চাশটি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।

রোববার (১৭ জানুয়ারী) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়ের পরিচালনায় সিটি মেয়র তালুকদার আবদুল খালেক অবৈধ উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসকসহ সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত মাসে সড়ক ও জনপথ বিভাগ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং ও নির্দেশনা দেয়া হয়।

সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, অবৈধ উচ্ছেদ অভিযান আগামী ২৪ ও ২৮ জানুয়ারি পুনরায় করা হবে। মোট ৮০ কোটি টাকা ব্যয়ে খুলনা নগরীর শেরে বাংলা সড়ক থেকে জিরো পর্যন্ত ৪লেন উন্নত করণ প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।