খুলনায় আজ থেকে চরমোনাই তরিকায় ৩ দিন‌ব্যাপী মাহফিল


আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২১, ৬:২০ পূর্বাহ্ন / ৪৬৭
খুলনায় আজ থেকে চরমোনাই তরিকায় ৩ দিন‌ব্যাপী মাহফিল

খুলনায় চরমোনাইর তরিকায় তিনদিনব্যাপী ৩৬ তম বাৎসরিক ওয়াজ মাহফিল বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) থেকে শুরু হচ্ছে।

নগরীর খালিশপুর থানার আওতাধীন গোয়ালখালী ক্যাডেট স্কীম মাদরাসা ময়দানে এই বিশাল মাহফিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা জেলা সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করীম জানান, প্রথম দিন বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বাদ মাগরিব উদ্বোধনী বয়ানের মাধ্যমে তিনদিনব্যাপী বাৎসরিক মাহফিল শুরু হবে।

উদ্বোধনী বয়ান করবেন আমীরুল মুজাহীদিন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

দ্বিতীয় দিন শুক্রবার (২৯ জানুয়ারী) বাদ ফজর বয়ান করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, বাদ মাগরিব বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

তৃতীয় দিন শনিবার (৩০ জানুয়ারী) বাদ ফজর বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম।

এছাড়া সকালে মাদরাসার ছাত্রদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান আবনায়ে রশীদিয়া, ইশা ছাত্র আন্দোলন খুলনা নগর ও জেলার ছাত্র গণ জমায়েত, বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর ও জেলার উদ্যোগে কর্মী সম্মেলন এবং ইউপি চেয়ারম্যান প্রার্থী পরিচিতি, সন্ধ্যায় ইশা ছাত্র আন্দোলন বিএল কলেজ শাখার বার্ষিক সম্মেলন, রাত নয়টায় বয়ান করবেন আমীরুল মুজাহিদীন ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

রবিবার (৩১ জানুয়ারী) আখেরি বয়ান ও মোনাজাত করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চরমোনাই পীর ও শায়েখে চরমোনাই। তিনদিনব্যাপী মাহফিলে আরো আলোচনা করবেন হাফিজুর হুজুর রহ. এর জামাতা আল্লামা খালিদ সাইফুল্লাহ, মাওঃ নুরুল হুদা ফয়েজী, মুফতী নুরুল আমীন, হাফেজ মাওঃ মুশতাক আহমেদ, টাঙ্গাইলের মাওঃ রেজাউল করীম, চরমোনাই পীর রহঃ এর খলিফা হাফেজ মাওঃ আব্দুল আউয়াল, মাওঃ আলী আজাদ সাকাফী, মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ মিজানুর রহমান, আব্দুল গনী জমাদ্দার, শেখ হাসান ওবায়দুল করীম, আলহাজ্ব উমাইর হুসাইনী।