ইসলামী চিকিৎসা সেবা পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার কমিটি গঠনকল্পে রবিবার (২৪ জানুয়ারী) নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে ডাঃ মাওঃ হেলাল উদ্দিন শিকারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী চিকিৎসা সেবা পরিষদ কেন্দ্রীয় সভাপতি ডাঃ মাওঃ কেএম আল আমিন এহসান।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।
উপস্থিত ছিলেন ডাঃ আলী আকবর, ডাঃ ইমদাদুল হক, ডাঃ গোলাম সরোয়ার, ডাঃ ইসমাইল, ডাঃ আয়নাল মোল্লা, ডাঃ আব্দুল মালেক, ডাঃ আলমগীর হোসেন, ডাঃ বাহার উদ্দিন, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ নাছির উদ্দিন, ডাঃ তহিদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বর্তমান সমাজে ডাক্তার মানেই কসাই মনে করে, দুঃস্থরা ঠিকমতো চিকিৎসা পায়না, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে, সেখানে ইসলামী চিকিৎসা সেবা পরিষদ শুধুমাত্র মানুষের সেবার উদ্দেশ্যেই গঠন করা। সকলের সার্বিক সহযোগিতায় এগিয়ে যাবে ইসলামী চিকিৎসা সেবা পরিষদ।
অনুষ্ঠানে ডাঃ ইসমাঈলকে আহবায়ক, ডাঃ ইমদাদুলকে সদস্য সচিব করে মহানগর ও ডাঃ হেলাল উদ্দিন শিকারীকে আহবায়ক ও ডাঃ আলী আকবরকে সদস্য সচিব করে খুলনা জেলা ইসলামী চিকিৎসা সেবা পরিষদ কমিটি গঠন করা হয়।
আপনার মতামত লিখুন :