খুলনায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত


সংবাদদাতা, খুলনা প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২০, ৭:৩৮ পূর্বাহ্ন / ২৪১
খুলনায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
সিটি মেয়র বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের কথা শুনে একসময় মানুষ না বুঝে হাসি-ঠাট্টা করেছে। কিন্তু বর্তমানে ডিজিটাল বাংলাদেশ শুধু কথায় নয়, বাংলাদেশ এখন বিশ্ব দরবারে ডিজিটাল ক্ষেত্রে রোল মডেল হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, চিকিৎসাসহ দেশে সব সেক্টরে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে। এখন মানুষ চাইলেও অনেক কাজ আগের পুরনো পদ্ধতিতে করতে পারবে না। ’

খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান-সহ সরকারি দপ্তরের অন্য কর্মকর্তা, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।