খুলনায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড


আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২১, ৩:১২ অপরাহ্ন / ২০৯
খুলনায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

খুলনা মহানগরের সদর থানার দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন খুলনা মহানগরের সদর থানার সিমেন্ট্রি রোডের শাহিনুর রহমান। রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অন্য চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তাঁরা হলেন শাহিনুর রহমানের ভাই হাসানুর রহমান ও রাজু, তাঁদের মা নূরজাহান বেগম এবং ভাগনে এহসান মোল্লা।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, পূর্ব শক্রতার জের ধরে ২০১৩ সালের ১৬ জুন সিমেন্ট্রি রোডে হাতুড়ি দিয়ে পিটিয়ে দেলোয়ার হোসেনকে খুন করা হয়। ওই ঘটনায় রাতেই নিহত ব্যক্তির স্ত্রী শওকত আরা রানু বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাপস কুমার পাল পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছেন।