খুলনা ইসলামাবাদ লবনচরা ইব্রাহিমিয়া এতিমখানা ও হিফজুল কোরআন মাদ্রাসার মরহুমা ফাতেমা খাতুন নামে নতুন ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
এর আগে মাদ্রাসা মাঠে ইব্রাহিমিয়া এতিমখানা ও হেফজুল কোরআন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আবুল হাসান শেখ এর সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ মোঃ মোসলেম উদ্দিন ও দাখিল বিভাগের ভারপ্রাপ্ত সুপার মুফতি মাসুম বিল্লাহের পরিচালনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। মাদ্রাসার মোতাল্লি নাসির উদ্দিন। র্যাব-৬ অধিনায়ক লেঃ কঃ মোঃ রৌশানুল ফিরোজ , খুলনা জেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল, দাখিল বিভাগের সভাপতি রফিকুল আলম, লবণচরা বাজার কমিটির সভাপতি মোঃ এনামুল কবির, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শাহ আলম , মোঃ ফজলুল হক, মোঃ আলী হাসান।
দোয়া পরিচালনা করেন মাওলানা শাহারুল ইসলাম।
আপনার মতামত লিখুন :