গফরগাঁওয়ে অসুস্থ নেতাদের সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া মাহফিল


আরিফুল ইসলাম জনি, ময়মনসিংহ প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২০, ৮:১২ পূর্বাহ্ন / ২৪৪
গফরগাঁওয়ে অসুস্থ নেতাদের সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শহিদুল আমিন খসরু, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারিক আহমেদ তারেক, সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান বাণী, সহ-সাংগঠনিক সম্পাদক বাহারুল হোসেনসহ সকল পর্যায়ের অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে বিএনপি নেতা আবু সাহিদ মাস্টার, বজলুর রহমান, আতিকুল ইসলাম বাবুল, হেলাল উদ্দিন সরকার, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সায়েম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, জাবের আল মামুন সুজন, মোঃ সেলিম মিয়া, উজ্জ্বল আহমেদ পাপ্পু, আশরাফুল আলম রিজভী, সাদেকুর রহমান, পৌর যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম ইমন, মোঃ রাজন মিয়া, অভি আলম, খলিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মঈনুল হোসেন রুবেল, নবী হোসেন, আসাদুল সরকার, সাবেক যুবদল নেতা মোঃ হানিফ মিয়া, সাবেক ছাত্রদল নেতা ইন্জিনিয়ার মাহমুদুল হাসান রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রিপন মিয়া, শেখ হাসানুর রহমান রিয়াজ, রতন শেখ, কামরুজ্জামান সোহেল, রাসেল মিয়া, মীর মোবারক হোসেন রাসেল, মাসুদ মিয়া, নয়ন মিয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।