গফরগাঁওয়ে ইভিএমে ভোটগ্রহণ শুরু


আরিফুল ইসলাম জনি, গফরগাঁও (ময়মনসিংহ) প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২০, ৬:১৮ পূর্বাহ্ন / ২২৮
গফরগাঁওয়ে ইভিএমে ভোটগ্রহণ শুরু

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। তবে মহিলা ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি রয়েছে। তবে ইভিএম পদ্ধতিতে এই প্রথম গফরগাঁও উপজেলায় ভোট প্রদান।

এদিকে কয়েকজন ভোটারের সাথে কথা বললে তারা জানায়, এই ইভিএম পদ্ধতিতে এই প্রথম ভোট প্রদান করতে আমাদের কিছুটা সমস্যা হচ্ছে। কারন এ পদ্ধতিতে কখনও ভোট দেয়া হয়নি। তবে বয়স্ক পুরুষ এবং নারীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হচ্ছে।