ময়মনসিংহের গফরগাঁওয়ে মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুইশ’ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর নির্মাণ করে দিচ্ছেন সরকার।
সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামের তত্বাবধানে জমি প্রাপ্তি (‘ক’ শ্রেণীর সরকারি খাস জমি) সাপেক্ষে উপজেলার চরআলগী, রাওনা, সালটিয়া, মশাখালী, গফরগাঁও, পাঁচবাগ, লংগাইর, পাইথল, দত্তের বাজার ও টাঙ্গাব ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মানের ব্যয় প্রায় পৌনে দুই লাখ টাকা।
আগামী ২০ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এই কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম বলেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি খাস জমির উপর গৃহ নির্মাণ করে জমির দলিলসহ দুইশ’ উপকারভোগীর কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :