গফরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে


আরিফুল ইসলাম জনি, গফরগাঁও(ময়মনসিংহ) প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২০, ৮:৩০ পূর্বাহ্ন / ২৭২
গফরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আজ সোমবার (২৮ ডিসেম্বর) গফরগাঁও পৌরসভায় সকাল ৮ টা থে‌কে শুরু হ‌য়ে‌ছে। ভোট গ্রহণ চল‌বে বি‌কেল ৪ টা পর্যন্ত। ই‌ভিএম পদ্ধ‌তি‌তে চল‌ছে ভোট গ্রহণ। নির্বাচনে মোট ভোটার ২২ হাজার ২৯৬জন। নারী ভোটার ১১৪৩৫ পুরুষ ভোটার ১০৮৬১ জন। মেয়র প‌দে ২ জন প্রার্থী। তারা হ‌লেন আওয়ামীলীগ ম‌নোনিত প্রার্থী এসএম ইকবাল হোসেন সুমন ও বিএন‌পি শাহ আব্দুল্লাহ আল মামুন। কাউ‌ন্সিলর প‌দে ২৮ জন এবং সংর‌ক্ষিত কাউ‌ন্সিলর প‌দে ৪ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্ধিতা কর‌ছেন।
উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২জন সাধারণ কাউন্সিলর ও ২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ কাউন্সিলর ৭ নং ওয়ার্ড শাজাহান সাজু, ৮ নং ওয়ার্ড বাবুল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৭,৮,৯ পারভিন আক্তার, ৪,৫,৬, নিলুফা ইয়াসমিন, অন্য কোন কাউন্সিলর প্রতিদ্বন্দিতা না করায় নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিটি কেন্দ্রে টহল দিচ্ছে।
বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে আসা ভোটারগণ জানান, এই প্রথম ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিচ্ছি। প্রতিটা কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নৌকা ও ধানের শীষের মনোনীত দুই প্রার্থীকে একসাথে দেখা গেছে ৷ আওয়ামী-লীগের মেয়র প্রার্থী এস এম ইকবাল হোসেন সুমন তিনি দুপুর সারে ১২ টার দিকে কেন্দ্রে ইভিএমে ভোট দেন। তিনি সাংবাদিকদের বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে।আমি কাজ করেছি তাই ভোটাররা আমাকেই ভোট দিবে। ইনশাআল্লাহ নৌকার বিজয় সুনিশ্চিত।