গাইবান্ধায় জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত


গাইবান্ধা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ১:৫৩ পূর্বাহ্ন /
গাইবান্ধায় জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা জাতীয় পাটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকালে জেলা শহরের হোটেল আর রহমান কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার হোসেন শাহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জাতীয় পাটি গাইবান্ধা জেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান, সহ-সভাপতি আনছার আলী সরদার, হাসান কবীর তোতা, জাহেদুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু, আব্দুল মান্নান মণ্ডল, আব্দুর রাজ্জাক মণ্ডল, ইঞ্জিনিয়ার ময়নুর রাব্বি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান মোল্লা, জাহেদুল ইসলাম সুর্য্য, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশিদ ডাবলু ও নুরুন্নবী সরকার মিটুল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, খেটেখাওয়া মানুষের জীবনযাপন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত ও নিন্মবিত্ত পরিবার গুলোর অবস্থা কাহিল হয়ে উঠেছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। জাতীয় পাটির শাসনামলে দেশের উন্নয়ন হয়েছে চোখে পড়ার মতো। মানুষের জীবনযাপন ছিল স্বাভাবিক। সাধারণ মানুষ জাতীয় পাটিকে তাদের প্রতিনিধি হিসাবে দেখতে চায়। মানুষ খেয়ে পড়ে বাঁচতে চায়; যা দিতে পারে জাতীয় পার্টি।
আগামী দিনে জাতীয় পাটিকে সামনে এগিয়ে নিতে সাধারণ মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে হবে। গাইবান্ধার ৫টি আসনে জাতীয় পাটির দুর্গ হিসেবে আবারো ফিরিয়ে আনতে কাজ করার আহবান জানানো হয়।

পরিচিতি সভা শেষে ইফতার মাহফিলে সাংবাদিক, সুধীসমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।