গাজায় অবিলম্বে ইসরাইলি নৃশংসতা বন্ধ করতে হবে : জামায়াত


নিজস্ব প্রতিবেদক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : মে ১২, ২০২৪, ৯:৩২ অপরাহ্ন /
গাজায় অবিলম্বে ইসরাইলি নৃশংসতা বন্ধ করতে হবে : জামায়াত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় বিশ্বব্যাপী যে সঙ্কট ও সংঘর্ষ শুরু হবে কোনো পরাশক্তি তা রোধ করতে পারবে না। ফিলিস্তিনকে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ গৃহীত সিদ্ধান্তের আলোকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দান আজ সময়ের বাস্তবতায় পরিণত হয়েছে। রাষ্ট্রের পূর্ণ মর্যাদা না দিয়ে সাময়িক সমাধান নির্যাতিত ফিলিস্তিনবাসীদের সাথে প্রহসন ছাড়া আর কিছুই নয়।

শনিবার (১১ মে) দলের চট্টগ্রাম অঞ্চল আয়োজিত জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সম্মেলনে জামায়াত আমির বলেন, জামায়াত এদেশের মাটি ও মানুষের মনোভাব ও আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের কর্মসূচি ও কর্মপন্থা বাস্তবায়নে আমরা কোনো শক্তি-অপশক্তির ওপর নির্ভর না করে মহান আল্লাহর শক্তিতে বিশ্বাস ও নির্ভরতাকেই প্রাধান্য দিয়ে থাকি। কাঙ্খিত লক্ষ্য অর্জনে আমরা আপসহীন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম।