গোপালগঞ্জে ৫ দিনের নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু


গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৬, ২০২৪, ৯:০৪ অপরাহ্ন /
গোপালগঞ্জে ৫ দিনের নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

গোপালগঞ্জে ৫ দিন ব্যাপী নারী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) জেলা বিসিক কার্যালয়ের উদ্যোগে গোপালগঞ্জ বিসিক শিল্প নগরীর নৈপূণ্য বিকাশ কেন্দ্রের প্রশিক্ষণ হল রুমে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।

প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  আজহারুল ইসলাম এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম ও জেলা কৃষি বিপনন কর্মকর্তা নাঈম আহমেদ।

অনুষ্ঠানের সভাপতি বিসিক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক হাবিবুর রহমান রাসেল জানান, জেলার ২৫ নারীকে শিল্প উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক আজহারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের যোগাযোগ দক্ষতা তথা নেটওয়ার্কিং বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে বলেন, নারী উদ্যোক্তাদের উন্নয়নে সরকার সব সময় পাশে আছে।

এসময় বিসিক জেলা কার্যালয়ের আওতাধীন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সোমবার এ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হবে।