গ্রাহকের ২০ কোটি টাকা আত্মসাৎ: গ্রেপ্তার ৬


নওগাঁ প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৪, ৬:০২ অপরাহ্ন /
গ্রাহকের ২০ কোটি টাকা আত্মসাৎ: গ্রেপ্তার ৬

নওগাঁয় গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালকসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার ফতেহপুর গ্রামের নাছির উদ্দিন মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৪৩), তাঁর স্ত্রী (৩২), ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে রিপন (১৮), রজাকপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে পিয়ার আলী (৪০), ইকরতারা গ্রামের মৃত লায়ের উদ্দিন মন্ডলের ছেলে আতোয়ার রহমান আতা (৬০) ও একই গ্রামের এক নারী (৩৫)।

রবিবার (১৮ ফেব্রুয়ারী) সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক ২০১৩ সালে উপজেলার ফতেপুর বাজারে ‘ডলফিন সেভিং অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে এনজিও খুলে অধিক মুনাফার লোভ দেখিয়ে আমানত সংগ্রহ করছিলেন। পরে হঠাৎ একদিন সংস্থার অফিসে তালা ঝুলিয়ে অন্তত ৩০০ গ্রাহকের ২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে যান। এমন সংবাদে র‌্যাব-৫ ও র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ তারাব বাসস্ট্যান্ড থেকে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। পরে অন‌্যান‌্যদের জেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, সদর উপজেলার ফতেপুর গ্রামের আমিনুল ইসলাম গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেছেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, আব্দুর রাজ্জাকসহ ছয় আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।