ঘাটাইলে চাল কলের দূষিত বর্জে নষ্ট হচ্ছে ফসল


রেজাউল করিম খান(রাজু), ঘাটাইল প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৩, ৩:১৭ অপরাহ্ন / ৩৬৭
ঘাটাইলে চাল কলের দূষিত বর্জে নষ্ট হচ্ছে ফসল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের ইছারচালা গ্রামে ডেইলি রাইস্ ইন্ডস্ট্রি লিমিটেড নামের একটি চাল কল স্থাপন করা হয়েছে আবাসিক এলাকার ফসলি জমি ঘেঁষে । চাল কলের বিষাক্ত বর্জ্য, দুর্গন্ধ, কালোছাই, মিলের কুড়া ও বায়ু দূষণের প্রভাব পড়েছে স্থানীয়দের উপর। চরম দুর্ভোগে রয়েছেন একটি গ্রামের শত শত পরিবার। তাছাড়াও আবাসিক এলাকায় বিষাক্ত ছাই উড়ে বাসস্থানে বসবাস করাও চরম ভোগান্তি হয়ে দাড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় কৃষক ইউনুস আলীর দুই বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। কালো ছাইয়ে পুড়ে গেছে ধানের শীষ। এছাড়াও কারখানার কালো ছাই ও ময়লার কারণে ফলজ, বনজ ও ঔষুধি গাছ মরে যাচ্ছে। নষ্ট হয়ে গেছে প্রায় পাঁচ একর জমির ফসল।
এছাড়াও আবেদ আলী, মফেজ উদ্দিন, শামসুল হক, মনসুর ও বুদ্ধি বর্মনসহ অনেক কৃষক পড়েছেন বিপাকে। প্রতিকার চেয়ে ইউএনও ও পরিবেশ অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভুগী এলাকাবাসী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইছারচালা এলাকায় অবস্থিত ডেইলি রাইস ইন্ড্রাস্টি লিমিটেড কর্তৃপক্ষ দীর্ঘ দিন ধরে এলাকার কৃষি জমিতে কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত দূষিত পানি নিষ্কাশন করছে। বসতঘরে কালো ছাই ও ময়লা গিয়ে নষ্ট হচ্ছে পরিবেশ । এলাকায় বসবাস করা অযোগ্য হয়ে পড়েছে। চোখের রোগ, শ্বাসকষ্ট, এ্যাজমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ । ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়ছে। দূষিত বর্জ্যরে কারণে ফসলি জমির আবাদি ধানক্ষেত পঁচে গেছে। তাছাড়া কারখানায় উচ্চ শব্দের জেনারেটর ব্যবহার করায় শব্দদূষণে স্থানীয় বিদ্যালয় ও আশপাশের শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘœ ঘটছে। হিন্দুদের ধর্মীয় উপাসনালয়ে পূজা করতেও পোহাতে হচ্ছে দুর্ভোগ।
অভিযোগকারী বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ও ইছারচালা গ্রামের বাসিন্দা শ্রী বিবেক চন্দ্র বর্মন জানান, এ কারখানার পরিবেশ দূষণের বিরুদ্ধে এলাকাবাসী একত্রিত হয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। এলাকাবাসী কারখানা কর্তৃপক্ষের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে স্থানীয় এলাকাবাসীদের বিরুদ্ধে নানা ভাবে হয়রানি করছে।
ডেইলি রাইস ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক জাহিদ আহমেদ জানান, কোম্পানির পুকুরটি নিচু হওয়ার কারণে পানি চুয়িয়ে যেতে পারে। তবে ওভার ফ্লু হচ্ছে না। আর ছাই উড়ার কোন সম্ভাবনা নাই। বেশি বাতাস হলে কিছুটা উড়তে পারে। এলাকাবাসীর সাথে কথা বলে সমাধানে চেষ্টা করছি।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমীর উদ্দিন জানান, সরেজমিনে তদন্ত করে পরিবেশ দূষণের প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।