চট্টগ্রামকে পরিকল্পিতভাবে গড়তে চাই : রেজাউল করিম


সংবাদদাতা, চট্টগ্রাম প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২১, ১২:৫২ অপরাহ্ন / ১৩৪
চট্টগ্রামকে পরিকল্পিতভাবে গড়তে চাই : রেজাউল করিম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে গড়তে আমি সবার সহযোগিতা প্রত্যাশা করছি। আমার ইশতেহারে যা তুলে ধরেছি সেখানে অবাস্তব কিছুই বলিনি। আমি যতটুকু সম্ভব পুরনো ধারা পরিবর্তন করে নতুন ধারার সূচনা করতে চাই। সবাইকে নিয়ে এ শহর গড়তে চাই। আমার লক্ষ্য, আমার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সব শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন। খাল দখল, খালের পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ যত সমস্যা আছে, সমাধানে আমি কঠোর পদক্ষেপ নেব। কারও মুখের দিকে তাকিয়ে দায়িত্ব পালন করব না। আমি চট্টগ্রামকে সুন্দরভাবে, পরিকল্পিতভাবে গড়তে চাই।

রবিবার (৩১ জানুয়ারী) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

নবনির্বাচিত মেয়র রেজাউল করিম বলেন, চিরজীবন মানুষের কল্যাণে রাজনীতি করেছি। লোভ, মোহ আমাকে আমার নীতি-আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। কথা দিতে পারি, মেয়রের চেয়ারে বসে আমি আমার নীতি-আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হব না। আমি চাই মানুষের সেবা করতে।

রেজাউল করিম চৌধুরী বলেন, মেয়রের চেয়ারে আমি বসেছি, তাই সব দায়িত্ব আমার, এটা ভাবলে ভুল হবে। সবাইকে সহযোগিতা করতে হবে, না হলে কিভাবে এগিয়ে যাব? আমি সবজান্তা নই। অনেকে চেয়ারে বসে নিজেকে সবজান্তা ভাবে, আমি সেটা ভাবি না। একটা বিল্ডিং বানাতে গেলে ইঞ্জিনিয়ার লাগে, শ্রমিক লাগে, ইলেকট্রিশিয়ান লাগে। আমি যদি নিজেকে ইঞ্জিনিয়ার-ইলেকট্রিশিয়ান-শ্রমিক সবকিছু ভাবি, তাহলে তো হবে না।

তিনি বলেন, চট্টগ্রামে কিশোর অপরাধ অনেক বড় একটা সমস্যা। কিন্তু এজন্য কিশোরদের দোষ দিয়ে তো কোনো লাভ নেই। চট্টগ্রাম শহরে এখন সংস্কৃতি চর্চা বলতে কিছু নেই। খেলার মাঠ নেই। শিশু-কিশোরদের তো মোবাইল টিপাটিপি ছাড়া আর কিছু করার সুযোগ নেই। ছোট করে হলেও খেলার মাঠ করতে চাই। সরকারি অনেক পরিত্যক্ত জায়গা আছে, সেখানে যাতে আমাদের ছেলেরা খেলতে পারে সেই ব্যবস্থা করতে চাই।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। নগর আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সাবেক সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হক, জসিম চৌধুরী সবুজ প্রমুখ।