চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেইট মেয়র গলি এলাকায় সিএনজি অটোরিকশা নালায় পড়ে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- সুলতান (৩৫) ও খাদিজা বেগম (৬৫)। নিহত দুইজনের মধ্যে একজন অটোরিকশা চালক।
বুধবার (৩০ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। এ সময় নালায় প্রচণ্ড স্রোত থাকায় তলিয়ে যায় সিএনজি অটোরিকশাটি।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। অটোরিকশায় চালকসহ ৫ জন ছিলেন।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) নরুল আলম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা নালায় পড়ে যায়। বৃষ্টির কারণে নালায় স্রোত থাকায় অটোরিকশাটি ভেসে যায়।
পরে স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে।
চমেক হাসপাতালের পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, নালায় ডুবে যাওয়া দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :