চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারিশ সনদ জালিয়াতি করে টাকা আত্মসাতের মামলায় মায়ানী ইউপি চেয়ারম্যান কবির আহম্মদ নিজামীকে (৫৫) কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজি শহীদুল হক এই আদেশ দেন।
কবির আহম্মদ নিজামী ওই ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকার জাফর আহম্মদের ছেলে।
জানা গেছে, ওয়ারিশ সনদ জাল জালিয়াতি করে সরকারের ভূমি অধিগ্রহণ শাখা থেকে পাঁচ কোটি ৫৩ লাখ ৪২ হাজার ৯৩২ টাকা আত্মসাৎ করার দায়ে ভুক্তভোগী মহিন উদ্দিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ ২০২১ সালে একটি মামলা করেন। মামলায় চেয়ারম্যান কবির নিজামীকে প্রধান করে ১৩ জনকে আসামি করা হয়। একাধিক সংস্থা তদন্ত করে আদালতে প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া যায়।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট জাহেদুল ইসলাম জানান, মামলার ১ নম্বর আসামি চেয়ারম্যান কবির আহমদ নিজামী হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে ২জুলাই আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
এর আগে হাইকোর্টে সেরেন্ডার করলে তাকে আট সপ্তাহের জামিন দিয়ে চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :