চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ে উচ্ছেদ অভিযান


সংবাদদাতা, চট্টগ্রাম প্রকাশের সময় : জুন ২৩, ২০২১, ১:২০ অপরাহ্ন / ১৪৩
চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ে উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ একে খান পাহাড়ে অভিযান পরিচালনা করে অবৈধ

বসবাসকারী প্রায় ৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।

বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বাসকারীদের প্রাণ রক্ষায় অভিযান এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদকৃত ঘরগুলোর অধিকাংশই বাশেঁর বেড়া ও টিনের তৈরি।

বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, পিডিবি, কর্ণফুলী গ্যাসের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের একটি টিম, ৬০ জন পুলিশ ও উচ্ছেদ কাজে ৮০ জন শ্রমিক কাজ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে ৪৭টি ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদ করা হয়েছে। বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বাসকারীদের প্রাণ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।