চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার


মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : মে ৮, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ন /
চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার

চট্টগ্রামে উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি নাসির উদ্দিন দিদারকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্ট আইনে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (০৭ মে) রাত ১০টার দিকে মিরসরাইয়ের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর পুলিশ তার বাড়ি ঘেরাও করলে টের পেয়ে সে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো: আরিফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি নাসির উদ্দিন দিদারকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্ট আইনের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

জানা গেছে, চলতি বছরের ৪ এপ্রিল নিজের মালিকানাধীন আরশিনগর ফিউচার পার্কে এক ইফতার মাহফিলে মোনাজাত করেন নাছির উদ্দিন দিদার। মোনাজাতে এলোমেলোভাবে একের পর এক কথা বলা শুরু করেন। একপর্যায়ে আমন্ত্রিত অতিথিরা তার দোয়া-মোনাজাত শুনে হাসি ধরে রাখতে পারেননি। মুহূর্তেই ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন মন্তব্য করেন নেটিজেনরা।

এর আগে, ২০২৩ সালে জাতীয় শোক দিবসে গান বাজনা বাজিয়ে দিবসটি পালন করে সমালোচিত হন নাছির উদ্দিন দিদার। এছাড়া বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে তাকে আপত্তিকর বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়তে হয়।