চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাড. এম শাহজাহান


সংবাদদাতা, চট্টগ্রাম প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২১, ৮:০৬ পূর্বাহ্ন / ২৮০
চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাড. এম শাহজাহান

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এর আগে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তারও আগে তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তনের লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারী) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ অধিশাখা থেকে উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রিয়ার এডমিরাল এম শাহজাহান (এনবিপি, এনডিসি, পিএসসি) ১৯৮৪ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৭ সালের ২৪ জুলাই কমিশন প্রাপ্ত হন। চাকরি জীবনে তিনি বিভিন্ন সময়ে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এর আগে, তিনি চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার) ছিলেন। কর্মজীবনে তিনি সাহস, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।