চট্রগ্রাম জেলার লোহাগাড়ার বিভিন্ন মামলার পলাতক আসামি জুনাইদকে (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় আধুনগর ফতেহার মুড়ার এক দোকান থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার জুনাইদ আধুনগর হানিফার পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
চুনতি পুলিশ ফাড়ির এএসআই একেএম ইউনুছের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।
তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় হত্যা, ভাঙচুর, জ্বালাও-পোড়াও সহ বিভিন্ন অভিযোগে প্রায় ১০/১২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুনাইদের অন্য সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন মাহমুদ জানান, ওয়ারেন্টভুক্ত আসামি জুনাইদকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :