চন্দনাইশে অনলাইনে ভুমি উন্নয়ন কর ব্যবস্থাপনা শুরু


হামিদুর রহমান সাকিল, চট্টগ্রাম (দক্ষিণ) প্রকাশের সময় : জুন ৯, ২০২১, ৩:৫৫ অপরাহ্ন / ৪৫৬
চন্দনাইশে অনলাইনে ভুমি উন্নয়ন কর ব্যবস্থাপনা শুরু

চট্টগ্রামের চন্দনাইশে শুরু হলো অনলাইনে ভুমি উন্নয়ন কর ব্যবস্থাপনা কার্যক্রম। ভুমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল।

এ শ্লেগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে শুরু হলো ভুমি সেবা সপ্তাহ ২০২১।

ভুমি মালিকদের সেবা প্রদানের লক্ষ্যে ৬-১০ জুন পর্যন্ত  উপজেলা ভুমি অফিস প্রাংগনে স্থাপন করা হয়েছে ভুমি সেবা বুথ।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মাহফুজা জেরিন বলেন,অনলাইনে ভুমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভুমি মন্ত্রনালয় একটি অ্যাপলিকেশন প্লাটফরম তৈরী করেছে। এর মাধ্যমে ভুমি মালিকগন ঘরে বসেই বিকাশ ও নগদের মাধ্যমে ভুমি উন্নয়ন কর প্রদান এবং দাখিলা ও সংগ্রহ করতে পারবে। এজন্যে খতিয়ানের কপি ,পুর্ববর্তী দাখিলার কপি,জাতীয় পরিচয় পত্র এবং মোবাইল নম্বার দিতে হবে। তবে সেবা গ্রহনকারীদের এলডি টেকস সিষ্টেমে রেজিষ্ট্রেশন করতে হবে।

এব্যাপারে চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো: নজরুল ইসলাম চৌধুরী বলেন,বর্তমান সরকারের এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

দেশের প্রতিটি উপজেলায় ভুমি সেবা নিশ্চিত করতে এ প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করা হয়েছে।

এর ফলে কর সেবাগ্রহনকারীদের সময় ও অর্থ অনেকাংশে সাশ্রয়ের পাশাপাশি হয়রানী থেকে ও মুক্তি পাবে।