চন্দনাইশে ৫১ পরিবারকে প্রধানমন্ত্রীর গৃহ উপহার


মোঃ হামিদুর রহমান সাকিল, চট্টগ্রাম প্রকাশের সময় : জুন ২০, ২০২১, ২:৫৭ অপরাহ্ন / ২৬২
চন্দনাইশে ৫১ পরিবারকে প্রধানমন্ত্রীর গৃহ উপহার
চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার ভূমি ও গৃহহীন ৫১ পরিবারের প্রত্যেককে ২ শতক জমির ওপর সেমি পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
রবিবার (২০ জুন) চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায়  প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম ১৪- আসনের সাংসদ বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।
বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান, আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা।
সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি।
বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, থানা অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দীন সরকার,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন হাসান চৌধুরী, আ.লীগ নেতা মাষ্টার আহসান ফারুক।
উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, কৃষি কর্মকর্তা শ্রী মতি রানি সরকার, উপজেলা শিক্ষা অফিসার
শাখাওয়াত হোসেন, মংস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আরিফ উদ্দিন,
দোহাজারি পৌরসভার সহকারী প্রকৌশলী শেমল চন্দন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা
গীতা চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দন রায়,
ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান, নুরুল ইসলাম, আলমগীরুর ইসলাম চৌধুরী, আমিন আহমদ চৌধুরী রোকন, মোরশেদ আলম,
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, আ.লীগ নেতা আ.ফ.ম দিদারুল ইসলাম, প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী,
যুবলীগ নেতা সাইফুল ইসলাম, কৃষ্ন চক্রবর্তী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চন্দনাইশ নুরুল আমজাদ চৌধুরী, মোরশেদ বিন চৌধুরী,
ছাত্রলীগ নেতা জাহেদুর রহমান চৌধুরী, সম্রাট চৌধুরী, কাফি চৌধুরী, কাজী রুমি, ফরমান, দিপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক মহল।
উপস্থিত অতিথিরা  ভূমি ও গৃহহীন অসহায়  ৫১ পরিবারের মাঝে ঘরের  চাবি ও জমির দলিল  হস্তান্তর করেন।
উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ে সারা দেশে গৃহহীন পরিবারের মাঝে দেয়া ৫৩ হাজার ৩ শত ৪০ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদানের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।