চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরিসংখ্যান বিভাগের নতুন চেয়ারম্যান হলেন রোকনুজ্জামান আজাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্ট -৭৩ মোতাবেক পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যানের দ্বায়িত্ব অর্পণ করা হয়।
নিজের অভিমত ব্যক্ত করে প্রফেসর রোকনুজ্জামান বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যেনো সততা, ন্যায়নীতি ও নিষ্ঠার সাথে পালন করে ডিপার্টমেন্টের স্বার্থে কাজ করে যেতে পারি সেই দোয়া করবেন সকলে। আমি বিশ্বাস করি বিভাগের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের (এলামনাই) সঠিক সমন্বয়ের মাধ্যমে আমরা সকলে মিলে বিভাগটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আপনার মতামত লিখুন :