চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের প্রধান নির্বাচনী এজেন্ট পরিবর্তন করা হয়েছে। নতুন নির্বাচনী এজেন্ট করা হয়েছে মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্করকে।
শনিবার (২৩ জানুয়ারী) বিকেলে বিএনপি’র পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের মিডিয়া সেলের সদস্য সচিব ইদ্রিস আলী বলেন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান অসুস্থার কারণে চট্টগ্রাম আসতে পারছেন না। তাই নির্বাচনী এজেন্ট পরিবর্তন করা হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করবেন মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
আপনার মতামত লিখুন :