চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সহিংসতার আশংকা করছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
তিনি বলেছেন, শঙ্কা ও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। পরিবেশ সুষ্ঠু না হলে অবাধ নিরপেক্ষ আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এতে নির্বাচনের পূর্বশর্ত লেভেল প্লেয়িং ফিল্ডের ধারণাও অবান্তর হয়ে যায়। তাই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পক্ষ-বিপক্ষের ভারসাম্য সৃষ্টি আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ।
মাহবুব তালুকদার আরও বলেন, নির্বাচনী পরিবেশ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকা অপরিহার্য, না হলে তা ভুল হয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন দলমত নির্বিশেষে সবার জন্য দেশপ্রেমের অগ্নিপরীক্ষা। নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র অবলম্বন। ভোট হচ্ছে স্বাধীন দেশে জনগণের সার্বভৌমত্বের প্রতীক, একটি পবিত্র আমানত। এর মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলিত হয়। নির্বাচন ভুলুণ্ঠিত হলে গণতন্ত্রও ভুলুণ্ঠিত হয়ে যায়।
আমি আশা করি, এই অতীব গুরুত্ববহ নির্বাচনে ভোটার, আইনশৃখলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কাজে নিয়োজিত সকল অংশীজন প্রত্যেকেই নিরপেক্ষভাবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতি হিসেবে আমাদের আত্মমর্যাদা সমুন্নত রাখবেন।
ইসি মাহবুব তালুকদার সোমবার (২৫ জানুয়ারী) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে লিখিত বক্তব্য রাখছিলেন।
আপনার মতামত লিখুন :