চাঁদপুর ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুন) বিকেলে পৌর এলাকার রুদ্রগাঁও তালুকদার বাড়ির জসিম তালুকদারের ছেলে সিয়াম (৯) পুকুরে পড়ে মারা যায়।
পরিবার সূত্র জানায়, বিদেশ ফেরত জসিম তালুকদারের ছেলে সিয়াম খেলা করতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজার পর না পেয়ে বাড়ির লোকজন পুকুরে নেমে সিয়ামকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে।
তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সরখাল গ্রামে ইমাম হোসেন কাজীর মেয়ে মিম (৫) ও ছেলে আল-আমিন (৩) খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়।
আল-আমিন বেঁচে গেলেও মিমের মৃত্যু হয়। নিহত মিম মেয়ে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে শিশু দুটি খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়।
পরে পুকুর থেকে শিশু দুটি’কে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।
আল-আমিনের অবস্থা আশংকাজনক। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :