নোয়াখালীর চাটখিল উপজেলায় পানিতে ডুবে তাহসিন (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তাহসিন ওই গ্রামের হাজী বাড়ির আনোয়ার হোসেন ও নারগিস আক্তার এর ছোট ছেলে। সে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল।
তাহসিনের স্বজনরা জানান, শনিবার বিকেলে খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনসহ এলাকাবাসী পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :