নোয়াখালীর চাটখিলে দিনের বেলায় জরিমানার ভয়ে রাতের বেলায় গোপনে অবৈধ ভাবে কৃষি জমি থেকে ভেকু দিয়ে সারা রাত মাটি কাটছে মাটি দুস্যরা।
শনিবার (২৭ এপ্রিল) নোয়াখলা ইউনিয়নের সাধুরখিল এলাকায় কৃষি জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে আবুল খায়ের এর ছেলে মাটি দুস্য আব্দুল মান্নানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান।
ভ্রাম্যমান আদালত সূত্রে বলছে, রাতের বেলায় ফসলি জমি থেকে মাটি কাটার খবর পাওয়ায় পযর্বেক্ষনের মাধ্যমে সকালে ঘটনাস্থলে গিয়ে নোয়াখলা ইউনিয়নের সাধুরখিল এলাকায় কৃষি জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মাটি দুস্য আবুল খায়ের এর ছেলে আব্দুল মান্নানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
স্থানীয়রা বলছে, কৃষি জমির উর্বর মাটি কাটার কারণে জমিগুলোতে চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম। এছাড়াও মাটি পরিবহনের কারণে এলাকার রাস্তাঘাট দ্রুত নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। প্রশাসনের অভিযানেও এসব মাটি কাটা স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না।
অভিযান পরিচালনার সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করে। এছাড়াও ইউপি মেম্বারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :