চালনা পৌর নির্বাচনঃ প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়


মোঃ আশরাফুল ইসলাম, খুলনা প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২০, ৬:২৫ পূর্বাহ্ন / ২২৬
চালনা পৌর নির্বাচনঃ প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

খুলনা জেলার দাকোপ সদর চালনা পৌরসভার নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে চারজন মেয়র প্রার্থী সহ ৩৮ টি ওয়ার্ডের সকল কাউন্সিলর প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) ১২ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মিন্টু শিকদারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার(এসপি) এস এম শফিউল্লাহ (বিপিএম)। দাকোপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোর্তজা খান, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এম মাজাহারুল ইসলাম, জেলা এসআই’র যুগ্ম পরিচালক এ কে এম মোখলেছুর রহমান, দাকোপ থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, দাকোপ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাজী মাহমুদ হোসেন।

মতবিনিময় সভায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সনদ কুমার বিশ্বাস, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক প্রশাসক মোঃ আবুল খায়ের খান ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ডা: অচিন্ত্য কুমার মন্ডল, স্বতন্ত্র প্রার্থী ইসকন জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ গৌতম কুমার রায় সহ ৩৯ টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন।