চুয়াডাঙ্গার জীবননগরে হাফিজুর ও দামুড়হুদায় বাবু পুনরায় নির্বাচিত
মোঃ মিজানুল হক, চুয়াডাঙ্গা
প্রকাশের সময় : মে ৯, ২০২৪, ৪:০৪ অপরাহ্ন /
০
চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলা পরিষদের নির্বাচনের ফলাফল বেসরকারী ভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচনে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে হাজী হাফিজুর রহমান ও দামুড়হুদায় আলী মুনছুর বাবু পুনরায় নির্বাচিত হয়েছেন।
বুধবার (০৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা বিরতীহীন ভবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে রাত সোয়া ১১ টার দিকে জেলা নির্বাচন অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমান ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান ৩৩ হাজার ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি এস কে লিটন ২৩ হাজার ৫৬৪ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আব্দুস সালাম ঈশা নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোছাঃ রেনুকা আক্তার রিতা ৩৬ হাজার ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বর্তমান ভাইস-চেয়ারম্যান ১৮ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন।
এদিকে, দামুড়হুদা উপজেলা নির্বাচনে আলী মুনছুর বাবু ৪৯ হাজার ৯৫২ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএএম জাকারিয়া আলম পেয়েছেন ১৩ হাজার ৫৩০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শফিউল কবির ইউসুফ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তানিয়া খাতুন ৩৩ হাজার ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাহিদা খাতুন পেয়েছেন ২৯ হাজার ৮৭ ভোট।
আপনার মতামত লিখুন :