চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার দুই শিক্ষক বরখাস্ত


মোঃ মিজানুল হক, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৪, ৩:০৮ অপরাহ্ন /
চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার দুই শিক্ষক বরখাস্ত
চাকরির শৃঙ্খলা ভঙ্গ, নারী কেলেঙ্কারী ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর জালসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত শিক্ষকদ্বয় হলেন- সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাশেদীন আমিন ও সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন।
তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে।
জানা যায়, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মাদ্রাসার সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাশেদীন আমিন এবং সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন অধ্যক্ষের কক্ষে এসে বিধি মোতাবেক শ্রেণী কার্যক্রম পরিচালনার বিরোধিতা করে অধ্যক্ষের সঙ্গে গালিগালাজ ও অসদাচরণ করেন।
এসময় সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) মো. আবুল হাশেম ও প্রভাষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) মো. মাসুদুর রহমান প্রতিবাদ করলে অভিযুক্তরা ওই দু’শিক্ষককে মারপিট করে রক্তাক্ত করেন এবং হত্যার হুমকি দেন।
এছাড়া সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাশেদীন আমিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারী ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের স্বাক্ষর জাল করে উচ্চতর বেতনের আবেদন করার বিষয় প্রমাণিত।
এবিষয়ে অভিযুক্ত দু’শিক্ষককে  দু’দফা কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন।
অন‌্যদিকে সহকারী শিক্ষক রাশেদীন আমিন দ্বিতীয় দফায় পাঠানো নোটিশের কোনো জবাব দেননি।
বরখাস্তকৃত শিক্ষকদ্বয় নিজনিজ বরখাস্তপত্র গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জান্নাত আলী।