দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা কেফায়েত উল্লাহ্ কবির আহমদ উচ্চ বিদ্যালয় কলেজে উন্নীত হওয়ায় সংশ্লিষ্ট গুণিজনদের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮মার্চ) বিকাল ৩টায় ছদাহা কেফায়েত উল্লাহ্ কবির আহমদ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে গুণিজন সংবর্ধনা পরিষদ আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোসাদ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এ গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গুণিজন সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন।
প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইন্টারন্যাশনাল এফেয়ার্স এর ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম. আইয়ুব নূরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দীন, ইসলামী ব্যাংকের পরিচালক নাসির উদ্দিন এফসিএমএ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন রাসেল, সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমদ, সাবেক ইউপি সদস্য সৈয়দ নজরুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, ডাঃ ইলিয়াস, ডাঃ হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে গুণিজনদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয় এবং সংবর্ধিত গুণিজনদের পক্ষে বক্তব্য রাখেন অত্র স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসহাক এম.এ।
আপনার মতামত লিখুন :