সুনামগঞ্জ জেলার ছাতক ভাতগাঁও ইউনিয়নের আনুজানি গ্রামের পাশের চেলাখালের ওপর নির্মিত সেতুটি মানুষের কোন কাজে আসছে না। সংযোগ সড়ক না থাকায় সেতুটি বর্তমানে অনেকটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। প্রায় তিন কোটি টাকা বাজেটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নির্মিত এই সেতুর উদ্বোধন করা হয়েছে এক বছর আগে।
সেতুর এক পাশে সড়ক অন্য পাশে ধানের জমি। খালের দক্ষিণে আনুজানি গ্রাম, উত্তরে ধানি জমি ও চেরা বিল। বিলের পাড়ে মইনপুর ও কুরশি গ্রাম। সেতুর অপর প্রান্তে কোনো সড়ক নেই। সংযোগ সড়কের পরই জমি। আলপথ ছাড়া সড়কের কোনো অস্তিত্ব নেই সেখানে। ফলে কোনো সড়ক না থাকায় সেতুটি কোনো কাজে আসছে না।
এলাকার বাসিন্দাদের এক পক্ষ বলছে, এখানে সেতুর কোনো প্রয়োজন ছিল না। এদিকে কোনো সড়ক নেই। অন্য পক্ষের দাবি, সড়ক হলে দুটি গ্রামের মানুষের উপকারে আসবে সেতুটি।
আনুজানি গ্রামের আমজাদ আলী বলেন, ‘ইলা সুন্দর ব্রিজ আমরার এলাকাত আর নাই। অখন রাস্তা দরকার। রাস্তা অইলেই মানুষ চলাচল করত পারব। রাস্তার মাপজোক নেওয়া অইছে। এখন মানুষ হাওর থাকি ব্রিজের ওপর দিয়া বাড়িত ধান আনে।
স্থানীয় এলাকাবাসী জানান, রাস্তা নির্মাণ করলে সেতুটি মানুষের কাজে আসবে। মইনপুর ও কুরশি গ্রামের মানুষও ওইদিকে যাতায়াত করতে পারবে। দ্রুত রাস্তা করার দাবি জানান তারা।
চেলা খালের ওপর এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তিন বছর আগে। গ্রামের পাশের সড়ক যুক্ত করে সেতুটি খালের ওপর নির্মাণ করা হয়েছে। সেতুটির দৈর্ঘ্য ৬৬ মিটার, প্রস্থ সাড়ে ৭ মিটার। এদিকে সেতুটি তুলনামূলক নিচু হওয়ায় ভরা বর্ষায় নৌ চলাচল বাধাগ্রস্ত হয়।
স্থানীয় প্রশাসন জানায়, মইনপুর ও কুরশি ছাড়াও খালের উত্তর পাড়ের আরও কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য এই সেতু নির্মাণে করা হয়েছে। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আনুজানি গ্রামের বাসিন্দা ইমান আলী, এলজিইডি ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ওইসময় সেতুর উত্তর পাড়ের মইনপুর ও কুরশি গ্রামে সংযোগের জন্য সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
ভাতগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুন নূর বলেন, সেতুর উত্তর পাড় থেকে দুটি গ্রামে যাতায়াতের জন্য সড়ক নির্মাণ করতে হবে। সড়ক না হলে সেতুটি কোনো কাজে আসবে না।
এ বিষয়ে এলজিইডির ছাতক উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া জানান, সেতুটির উত্তর পাশে সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাব প্রস্তুত করছেন।
আপনার মতামত লিখুন :