ছোট মহেশখালীতে নৌকা প্রত্যাশী এনামুল করিম


সংবাদদাতা, মহেশখালী (কক্সবাজার) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২১, ১২:৪১ অপরাহ্ন / ১৪৫
ছোট মহেশখালীতে নৌকা প্রত্যাশী এনামুল করিম

চলতি বছরের মার্চ-এপ্রিলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রথম ধাপের ভোট গ্রহণ মার্চের মাঝামাঝি হতে পারে। এই ঘোষণার সাথে সাথে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এ হাওয়া লেগেছে গ্রামের কৃষক শ্রমিক জনতার মাঝে।

গ্রাম মহল্লা থেকে শুরু করে চায়ের দোকানে চলছে ভোটার হিসাব নিকাশ। এবার এ ইউনিয়নে জনগন চেয়ারম্যান প্রার্থী নিয়ে চালিয়ে যাচ্ছে চুল ছেঁড়া বিশ্লেষণ। আর তাই যেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ভোটের মাঠে প্রকাশ্য ও গোপনে নানাভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। দলীয় প্রতীক নৌকার মাঝি হতে নবীন-প্রবীণ মিলিয়ে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতারা নানাভাবে জেলা পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের কাছে তদবির চালিয়ে যাচ্ছে নৌকার টিকেট পেতে।

ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম। বলতে গেলে সোনার হরিণ আওয়ামী লীগের মনোনয়ন চান অনেকে। তবে শক্তিশালী অবস্থানে আছেন চারজন। মূলত চার প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে নৌকার টিকেট পেতে এমনটি মনে করেন রাজনৈতিকবোদ্ধরা।

অন্যদিকে, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিমও নৌকার মনোনয়ন প্রত্যাশী। ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে বিশাল ভোট ব্যাংক রয়েছে তার। আওয়ামী লীগের নেতা-কর্মী থেকে শুরু করে জোষ্ঠ ভোটারদের দৌঁড়ে এগিয়ে এনামুল করিম। তিনিও আস্তে আস্তে মাঠ গোছিয়ে এগিয়ে যাচ্ছেন। অত্র ওয়ার্ডসহ বেশ কয়েটি এলাকায় তার রয়েছে ভোট ব্যাংক। তাছাড়াও ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে আর বর্তমান এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের আস্থাভাজন হয়ে উঠায় ভোটাররা তার দিকে ঝুঁকছে। সর্বোপরি নৌকার টিকেট পেলে ছোট মহেশখালীবাসী নেতৃত্ব হিসাবে বেঁচে নিতে পারেন এনামুল করিমকে। তিনি নৌকার টিকেট পেলে বাজিমাৎ বলছে সাধারণ ভোটাররা। সাধারণ ভোটারদের মন জয় করে যে কেউ হতে পারে আগামীর ছোট মহেশখালীরর নতুন অভিভাবক।

তবে সাধারণ মানুষের ধারণা নৌকার টিকেটেই হতে পারে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের আগামীর কর্ণধার- চেয়ারম্যান।